আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৪ ২২:৫৭:০০

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে ধান, ভুট্টাও সরিষা বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এসব বীজ ও সার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সার ও বীজ বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলতাব হোসেন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ।

বক্তব্য রাখেন- উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা পদ্মমোহন সিংহ, আওয়ামী লীগ নেতা কৃষক এম এ কাদির প্রমুখ।

সভাশেষে উপজেলা ৫শ’ ১০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রতিজনকে বিনামূল্যে ২০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫কেজি ধান বীজ, ২কেজি ভুট্টা বীজ ও ১ কেজি করে সরিষা বীজ প্রদান করা হয়।

‌কৃষকদের উদ্দেশ্যে কর্মকর্তা কেএম বদরুল হক বলেন, কৃষি প্রনোদনার বীজ সময় মতো বপন করলে এবং সথা সময়ে সার ও পরিচর্যা করলে ফলন অত্যন্ত ভাল হবে।

চলতি রোপা-আমন ধানের ফসল খুবই সন্তোষজনক বলে উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর এই প্রথমবারের ছাতক উপজেলা খাদ্যে স্বয়ং সম্পূর্ন।

সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৮/এমএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন