Sylhet View 24 PRINT

দুই দশক পেরিয়ে একুশে শাবির মাভৈঃ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৫ ২২:১৪:৩০

শাবি প্রতিনিধি :: ‘শেকল ভাঙার ছন্দ মোরা দেয়াল ভাঙার উচ্চারণ’ এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ দুই দশক পেরিয়ে একুশ বছরে পদার্পণ করেছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা হতে দুই দশক পূর্তি উপলক্ষে
এক আনন্দ র‍্যালি বেরা করা  হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিনসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা । এরপর সন্ধ্যায় ফানুস উড়ানো হয়। 

এদিকে এ উপলক্ষে আগামী ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনটির নিজস্ব বৃন্দ প্রযোজনায় ‘কণ্যাশ্লোক’ ও শ্রুতিনাটক ‘ক্যামেলিয়া’ মঞ্চস্থ হবে।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সিলেটের সভাপতি লিটন চৌধুরী ও ‘চারুবাক’ সিলেটের পরিচালক জ্যোতি ভট্টাচার্য উপস্থিত থাকবেন।

উল্লেখ্য,  ১৯৯৮ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি চর্চাকে আরো সমৃদ্ধ করতে  ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ যাত্রা শুরু করে।

সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৮/জেএম/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.