আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে ম্যাক্সি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৫ ২২:৪৪:৩৮

হবিগঞ্জ প্রতিনিধি :: সরকারের আদেশ অমান্য করে ঢাকা সিলেট মহাসড়কে মেয়াদ উত্তীর্ণ লক্কর-যক্কর ম্যাক্সি অবাধে চলাচল করছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় ম্যাক্সি ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সূত্র জানায়, সন্ধ্যায় একটি ম্যাক্সি গাড়ি মাধবপুর শহর থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জে আসার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গাড়িটি দরগা গেইটে আসা মাত্র বিপরীত গামী কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটি ধুমড়ে মুছড়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় ম্যাক্সি যাত্রী এরশাদ তালুকদার (৩৬), হাফেজ অন্তর মিয়া (১৩), রিফাত (১৩), কাশেম মিয়া (১৫), মোতাব্বির হোসেন (২৭), আকলিমা খাতুন (২৫), শাহাব উদ্দিন (৪০), আলিকে (২২) সদর হাসপাতাল ভর্তি করে।

আহতরা জানান, চালক ওই সময় মোবাইল ফোনে কথা বলছিল এবং হেলপার অতিরিক্ত যাত্রী নিয়ে হবিগঞ্জে আসছিল। এ কারণে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে।


সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৮/কেএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন