Sylhet View 24 PRINT

জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) আনন্দ মিছিল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৬ ১৭:২০:৩৫

সিলেট :: গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদের উদ্যোগে সিলেট নগরীর সোবহানী ঘাট কাঁচা বাজার এলাকা থেকে মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ) আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরীর বেশ কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হযরত শাহপরাণ মাজার জিয়ারত করে এবং শাহজালাল (র) মাজারে প্রাঙ্গনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদের সভাপতি মো. ছাদেকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছের পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা বক্তরা বলেন, আজ মহানবী (দ:)’র জন্ম দিন। জন্মদিনে নবী করিম (দ:) এর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে উঠে।

এসময় (ইবলিস শয়তান ব্যাতিত) মহানবী (দ:) এর কাছে সালাম পৌছান। মহানবী (দ:) হিজরত করে মদীনা উপকন্ঠে পৌছলে মদীনাবাসীগণ ‘সানিয়াতলবেদা’ নামক স্থানে জুলছ/মিছিল সহকারে সালাতুস্সালাম সংবর্ধনা জ্ঞাপন করেন। তারই অনুকরনে রবিউল আউয়াল মাসে জশনে জুলছে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করি। ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া শুভ সূচনা করেন হাফেজ ক্বারী সৈয়দ তৈয়্যব শাহ্ (রহ)। যা বিশ্বের বড় বড়  কয়েকটি দেশে উদযাপতি হয়ে তাকে। এছড়াও দেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোকে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) উদযাপন এর বৈধতার উপর আলোকপাত করেন।

সভায় বক্তব্য রাখেন- বাবুল আহমেদ, মো. লিলু মিয়া, মো. মতিন, মো. আবদুস সোবহান সানী, মো. আবুল হাসেম, মো. তুরু মিয়া, মো. কবির সিকদার, মো. নিজাম উদ্দিন, মো. ইসলাম উদ্দিন, মো. সুজাত আহমদ, শাহ মো. গিয়াস উদ্দিন, মো. মনির মিয়া, মো. মামুন আহমদ, মো. তুহিনুর রহমান শাহাজাহান, মো. মুকিত রহমান মুন, মো. মনসুর আহমদ, মো. নিজাম আহমদ, মো. জাবেদ আহমদ, মো. উসমান আলী।


সিলেটভিউ২৪ডটকম/১৬ নভেম্বর ২০১৮/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.