Sylhet View 24 PRINT

কোম্পানীগঞ্জে নতুন করে বিদুৎ পেল ১০৬টি পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৬ ১৯:৫৪:০৮

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে কালিবাড়ি গ্রামে একশত ছয়টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুৎ এর নতুন সংযোগ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলি আমজদ মিয়া আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের সংয়োগ উদ্বোধন করেন।

এসময় পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি আলী আমজদ মিয়া বক্তব্যে বলেন- বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামগঞ্জের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সারাক্ষণ চিন্তা করেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু বিদ্যুৎ নয় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সেবাসহ দেশের সার্বিক উন্নয়নে এ সরকার নিরলসভাবে কাজ করছে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন ধরে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সিরাজুল ইসলাম জানান- বিদ্যুতের সার্বিক অবস্থা ভালো। বর্তমানে যে কাজ হচ্ছে তার সুফল পাওয়া যাবে আগামী দিনগুলোতে। অদূর ভবিষ্যতে কোম্পানীগঞ্জ শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এখন মাত্র ১৭টি গ্রাম আর বিদ্যুতায়নের বাকি রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ নভেম্বর ২০১৮/এএএন/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.