আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

কোয়াব বিয়ানীবাজার ক্রিকেট একাডেমির যাত্রা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৬ ২০:৩০:১৯

বিয়ানীবাজার প্রতিনিধি :: স্থানীয় ক্রীড়াঙ্গনের ঐতিহ্যকে অগ্রসর করার লক্ষ্যে প্রথমবারের মতো ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ-(কোয়াব) বিয়ানীবাজার’র উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কোয়াব বিয়ানীবাজার ক্রিকেট একাডেমি’।

শুক্রবার বেলা দুইটায় পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট একাডেমির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। এর আগে প্রশিক্ষনার্থীদের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে পৌরশহরে শোভাযাত্রা করে ক্রিকেট একাডেমির সদস্যরা।

কোয়াব বিয়ানীবাজার’র সভাপতি সাইফুল আলম সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

সংগঠনের সিনিয়র সদস্য ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খসরু।

এছাড়াও অনুষ্ঠানে বিয়ানীবাজারের সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ/১৬ নভেম্বর ২০১৮/এসএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন