আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১৩জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৭ ১২:৪৪:২৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজার-১ আসন (বড়লেখা ও জুড়ী) থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীসহ ১৩ জন নেতা। এরমধ্যে সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরী আজ শনিবার মনোনয়নপত্র জমা করবেন বলে জানিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মনোনয়নপত্র কিনেছি। এখনও জমা দেইনি। আজ (শনিবার) দেব।’ 

দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মনোনয়নপত্র কিনে তা পূরণ করে জমা দিয়েছেন বিএনপির ১২জন নেতা। তাঁরা হলেন, কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শরিফুল হক সাজু, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠু,  বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ ও সহসভাপতি আমেরিকা প্রবাসী দারাদ আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌরমেয়র প্রভাষক ফখরুল ইসলাম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, কাতার প্রবাসী বিএনপি নেতা লোকমান আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/১৬ নভেম্বর ২০১৮/এজেএল /আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন