আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুনামগঞ্জে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৭ ২৩:২৫:৩৪

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ ও উৎসব মূখর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. সফি উল্লাহ।

শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার শিমুলবাক ইউনিয়নের, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, থলেরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেরহাল নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপুর সরদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, সুনামগঞ্জ ভিউ ডটকম’র প্রধান সম্পাদক হোসাইন আহমদ, সম্পাদক ও প্রকাশক সোহেল তালুকদার, ইউপি সদস্য মোজাহিদ আলী, মিজানুর রহমান, সৈয়দুর রহমান, সুমন তালুকদার সহ প্রমূখ।


সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৮/এসকে/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন