Sylhet View 24 PRINT

যে কারণে টেস্ট দলে নেই সিলেটের রাহী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ০০:০৪:১৩

সিলেটভিউ ডেস্ক :: সম্ভাব্য একাদশের বাইরে খুব বেশি ক্রিকেটারকে রেখে স্কোয়াড ভারী করতে চাননি নির্বাচকেরা। মূলত এ কারণেই চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি সিলেটের ছেলে আবু জায়েদ চৌধুরী। এই পেসারসহ সম্ভাব্য অন্যদের টেস্ট দলের ড্রেসিং রুমে বসিয়ে না রেখে বিসিএল খেলার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত, জানালেন হাবিবুল বাশার।

টেস্ট ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো করলেও প্রথমে একাদশ থেকে, এবার স্কোয়াড থেকেও বাদ পড়লেন আবু জায়েদ। হাবিবুলের মতে, দুটিই আসলে একসূত্রে গাঁথা।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে আবু জায়েদকে বাইরে রাখা হয়েছিল টিম কম্বিনেশনের কারণে। একাদশে মুস্তাফিজুর রহমানের মতো সুইং ও কাটার করানোর মতো পেসার থাকায় দ্বিতীয় পেসারকে দল চাইছিল ভিন্ন ঘরানার একজনকে। সুইং বোলার আবু জায়েদকে বাইরে রেখে তাই খেলানো হয়েছিল তুলনামূলক গতিময় ও আগ্রাসী পেসার সৈয়দ খালেদ আহমেদকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডেও আছেন এই দুজন। মুস্তাফিজ যেহেতু খেলবেন, দ্বিতীয় পেসার হিসেবে খালেদ আবারও হয়ে উঠছেন প্রথম পছন্দ। হাবিবুল জানালেন, এ কারণেই রাখা হয়নি আবু জায়েদকে।

“আবারও টিম কম্বিনেশনের কথাই বলতে হবে। দুই পেসারের বেশি আসলে চট্টগ্রামের খেলানোর সম্ভাবনা নেই। মুস্তাফিজের সঙ্গে খালেদই এগিয়ে থাকবে। স্কোয়াড যদি ১৪ বা ১৫ জনের হতো, রাহি (আবু জায়েদ) নিশ্চিতভাবেই থাকতো। কিন্তু যেহেতু বিসিএল শুরু হচ্ছে, অযথা বাইরে বসিয়ে রাখার জন্য খুব বেশিজন নিতে চাই না। সম্ভাব্য একাদশের বাইরে স্রেফ সতর্কতার কারণে আর দুইজন রাখা হয়েছে স্কোয়াডে।”

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবু জায়েদ ছিলেন টেস্ট সিরিজে দলের নজরকাড়া পারফরমার। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টেও খারাপ করেননি। বাদ পড়ায় তার আত্মবিশ্বাসে চোট লাগা অস্বাভাবিক নয়। তবে হাবিবুল জানালেন, সঠিক বার্তাটি এই পেসারকে দিয়েছেন তারা।

“ওর ভেঙে পড়ার কারণ নেই। টিম কম্বিনেশনের ব্যাপারটি আমরা ওকে বুঝিয়ে বলেছি। ওর ধরনের বোলারও শিগগিরই আবার দরকার হবে আমাদের, তখন ওর ডাক পড়বে। এখানে বসে না থেকে বিসিএলে ম্যাচ খেললে ওরই ভালো হবে।”

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৮/ডেস্ক/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.