Sylhet View 24 PRINT

বড়লেখায় পিইসি পরীক্ষা দিতে পারেনি দুর্ঘটনায় আহত ঋতু দে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ১৮:৩৮:৩২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল ধাক্কায় এক পিইসি পরীক্ষার্থী আহত হয়েছে। তার নাম ঋতু দে। রবিবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত পিইসি পরীক্ষা সে দিতে পারেনি। শনিবার (১৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড়লেখা পৌরসভার হিনাইনগরের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাকে বড়লেখার একটি ব্যক্তি মালিকানাধীন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে হিনাইনগরের বিধু দের মেয়ে।

উপজেলার কেরামতনগর চা-বাগানের কারখানা ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাসুমের মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘খুব ধীরে মোটর সাইকেল চালাচ্ছিলাম। সোনাপুর মসজিদের কাছে হঠাৎ করে দৌঁড়ে আসলে মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। মসজিদের উপস্থিত মুসল্লিরাও দেখেছেন। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। শনিবার রাতেও দেখতে গিয়েছি। আজকেও দেখতে যাবো। চিকিৎসায় যত ধরনের সহযোগিতা লাগে তা আমি করব।’
 
বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিয়া বলেন, ‘আমরা ওর পরিবারের লোকজনকে বলেছিলাম পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে। সিক বেডে পরীক্ষার ব্যবস্থা করা হবে। ওরা ক্লিনিকে পরীক্ষা নেওয়ার কথা বলে। এটাতো নীতিমালাতে নেই।’
সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৮/এজেএল/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.