Sylhet View 24 PRINT

এবার ‘তীর’র বিরুদ্ধে অ্যাকশনে মেয়র আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ১৯:০০:৩৮

তীর খেলার জন্য প্রয়োজনীয় সামগ্রী

সিলেট :: সিলেট নগরীর চালিবন্দর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় তীর খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ওই এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করেন। এসময় তীর খেলার সাথে জড়িতরা পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয় তীর খেলার অবৈধ স্থাপনা। পরে মেয়রের উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয় উদ্ধার হওয়া তীর খেলার সামগ্রী।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, ‘যারা অবৈধ তীর খেলার সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ স্থানীয়দেরই নিতে হবে।’

স্থানীয়দের প্রশ্রয় ছাড়া এখানে প্রকাশ্যে অবৈধ তীর খেলা কিভাবে হয় সে প্রশ্ন রাখেন তিনি।

মেয়র বলেন,  ‘নগরীর বিভিন্ন এলাকায় ভারতীয় তীর নামক জুয়া খেলার রমরমা ব্যবসা চলছে। যার ফলে সর্বস্বান্ত হচ্ছেন স্কুল, মাদ্রাসা, কলেজ পড়–য়া শিক্ষার্থী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসবের কারণেই মূলত আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয়। এসব অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে নগরীর সর্বস্থরের নাগরিকদের এগিয়ে আসতে হবে। অবৈধ এই তীর খেলার সাথে জড়িতরা যতবড় প্রভাবশালীই হোক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিসিকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৮/সিসিক/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.