আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বারাকা পাওয়ারে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্টিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ১৯:২২:৫৪

সিলেট :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পালপাড়ায় অবস্থিত বারাকা পাওয়ার লিমিটেডে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্টিত হয়েছে।

প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ গোটা প্রতিষ্ঠানটিকে অগ্নিদুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠানের নিয়মিত কর্মসূচির অংশ হিসাবেই সোমবার সকাল ১১টা থেকে প্রায় ২ ঘন্টার এ মহড়া অনুষ্টিত হয়।

মহড়ায় সার্বিক সহযোগিতা প্রদান করে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস।

মহড়ায় বারাকা পাওয়ারের পক্ষে ফায়ার অ্যান্ড সেফটি কমিটির সদস্যরা প্রশিক্ষণগ্রহন করেন। তাদের নেতৃত্বে ছিলেন এ কমিটির সিনিয়র সদস্য মো. নুর মিয়া।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে একদল চৌকস ফায়ার সার্ভিস কর্মী হাতে কলমে বারাকা পাওয়ারের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় বারাকা পাওয়ার ৫১ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৮/প্রেবি/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন