আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ১৯:৪১:০১

সিলেট :: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের  উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শনিবার(১৭ নভেম্বর) দিনব্যাপী ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট সমাজসেবী এনামুল কবির সকাল ৯ টায় দিনব্যাপী ফ্রি খৎনা ক্যাম্পের  উদ্বোধন করেন ।

দিনব্যাপী ফ্রি ক্যাম্প পরিচালনা করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ। পর্যায়ক্রমে ফ্রি খৎনা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এসএমপি'র মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেটের আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা সাহেদ মোশারফ (কটাই মিয়া), ট্রাস্টের উপদেষ্টা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানাওর আলী সোনা মিয়া, ট্রাস্টের নির্বাহী সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায় সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ । ক্যাম্পে খৎনা পরিচালনা করেন ডা. ইকবাল আহমদ ।

উল্লেখ্য, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় এরকম খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয় । এছাড়াও ২০০৯ সাল থেকে অত্র অঞ্চলে সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনসাধারণেরর মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা, মহিলাদের ফ্রি মেডিকেল ক্যাম্প, নগদ অর্থ বিতরণ, টিউবওয়েল স্থাপন, ঢেউটিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, কুরবানির মাংস বিতরণ, রিক্সা বিতরণ, ইফতারসমগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীর নির্মাণ, বস্ত্র বিতরণ, শিক্ষাসামগ্রী বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও প্রিন্টার বিতরণ সহ অসংখ্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিণী জয়তুন হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ একাডেমীর চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ আগামী ফেব্রুয়ারি মাসে দেশে এসে বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৮/প্রেবি/ আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন