আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯৮৩ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ২০:৪৩:৪৬

সুনামগঞ্জ প্রতিনিধি :: রবিবারে সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা। কোন অপ্রীতিকর পরিস্থিত ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষার প্রথম দিন।  প্রথম দিনে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি মিলে পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৯৮৩ জন পরীক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলায় ১৮০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা। প্রথম দিনে প্রাথমিক সমানিতে মোট পরীক্ষার্থী ৫৭ হাজার ১ শত  ৬২ জনের মধ্যে উপস্থিত ছিলো ৫২ হাজার ৭ শত ৮৬ জন। এ বিভাগে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৩ শত ৭৬ জন পরীক্ষার্থী। যার উপস্থিতি হার ৯২.৩৪%।

এদিকে জেলায় ইবতেদিয়াতে ৪ হাজার ২ শত ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করা কথা থাকলেও পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩ হাজার ৬ শত ২৪ জন পরীক্ষার্থী। এ বিভাগে অনুপস্থিত ছিলেন ৬০৭ জন পরীক্ষার্থী।  যার উপস্থিতি হার ৮৫.৬৫%।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা বলেন, কোন প্রকার অভিযোগ ও অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম পরীক্ষা শেষ হয়েছে। প্রথম পরীক্ষার উপস্থিতি হার প্রায় ৯০% ছিলো বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৮/এসএনএ/ আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন