Sylhet View 24 PRINT

প্রধানমন্ত্রী‌কে অভিনন্দন জা‌নি‌য়ে শ্রীমঙ্গ‌লে শিক্ষক‌দের আনন্দ শোভাযাত্রা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ২০:৫০:৪২

সিলেট :: এম‌পিওভূক্ত বেসরকা‌রি শিক্ষক‌দের ৫% বা‌র্ষিক ইন‌ক্রি‌মেন্ট ও বৈশাখী ভাতা প্রদান করায়  প্রধানমন্ত্রী‌কে অভিনন্দন জা‌নি‌য়ে মৌলভীবাজা‌রের শ্রীমঙ্গল উপ‌জেলায় রবিবার(১৮ নভেম্বর) বেলা ২টায় ৫টি শিক্ষক সংগঠন স‌ম্মি‌লিত ভা‌বে  এক আনন্দ শোভাযাত্রার  আয়োজন ক‌রে।

শোভাযাত্রা শহ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে শ্রীমঙ্গল চৌমুহনীতে এক পথসভায় মি‌লিত হয়। স্বাধীনতা শিক্ষক প‌রিষ‌দের শ্রীমঙ্গল উপ‌জেলা সভাপ‌তি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হ‌কের সভাপ‌তি‌ত্বে ও বাংলা‌দেশ বেসরকা‌রি শিক্ষক কর্মচারী ফোরা‌মের কেন্দ্রীয় সহ সভাপ‌তি বিপ্লব কা‌ন্তি দা‌সের প‌রিচালনায় প্রধানমন্ত্রী‌কে অভিনন্দন জা‌নি‌য়ে বক্তব্য রা‌খেন   স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপ‌জেলা সাধারণ সম্পাদক পান্না লাল বর্ধন, বিএমজিটিএ কেন্দ্রীয়  সহসভাপতি অধ্যাপক রিয়াজুল করিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক কামরুজ্জামান চৌধুরী সবুজ, কেন্দ্রীয় সদস্য প্রভাষক  ওসমান গনি, সাধারণ সম্পাদক ফজলুল হক, বাংলা‌দেশ বেসরকা‌রি শিক্ষক কর্মচারী ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি রাসেদা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. শাব্বির আহমদ, শ্রীমঙ্গল উপ‌জেলা সভাপতি বিমান বর্ধন, সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমান,  শ্রীমঙ্গল উপ‌জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি  নুমান আহমেদ সিদ্দিকি, বর্তমান সভাপতি  ঝলক কান্তি চক্রবর্তী,  ফোরামের শ্রীমঙ্গল উপ‌জেলা  সহ সভাপতি  কামরুল হাসান, অয়ন চৌধু‌রি,  সাংগঠ‌নিক সম্পাদক নুরুল হক, জমিয়াতুল মোদারেছিনের শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি  অধ্যক্ষ মুল্লা শাহীদ , কমলগঞ্জ উপজেলা বিএমজিটিএ সভাপতি  অধ্যাপক সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক দেবাশীষ পাল। শ্রীমঙ্গল উপজেলাধীন সকল স্কুল কলেজ মাদরাসা  ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ কর্মচারীবৃন্দ ও উপস্থিত ছিলেন।

বক্তারা এম‌পিওভূক্ত শিক্ষক‌দের ৫% ইন‌ক্রি‌মেন্ট ও বৈশাখী ভাতার গে‌জেট জা‌রি করায় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা‌কে ৫ লক্ষ এম‌পিওভূক্ত শিক্ষ‌কের পক্ষ থে‌কে আন্ত‌রিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।তারা ব‌লেন , শিক্ষা‌ক্ষে‌ত্রে বর্তমান সরকা‌রের অবদান স্বর্ণাক্ষ‌রে লি‌খিত থাক‌বে। তারা আশা ক‌রেন নির্বাচনী ইশ‌তেহা‌রে সকল এম‌পিওভূক্ত শিক্ষা প্র‌তিষ্ঠান একসা‌থে জাতীয়করণের বিষয়‌টি অন্তর্ভূক্ত কর‌বেন এবং শিক্ষা‌ক্ষে‌ত্রে উন্ন‌তির ধারা এভা‌বে অব্যাহত রাখ‌বেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৮/প্রেবি/ আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.