আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে রাজু হত্যায় ৯ আসামি কারাগারে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৯ ১৭:৩৫:৪৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলার ৯ আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার দুপুরে মহানগর দায়রা জজ ১ম আদালতে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করলে বিচারক ইব্রাহিম মিয়া তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

রাজুর চাচা দবির আলী জানান, রাজু হত্যা মামলার ১০ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিল। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৯ আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করে। তবে আদালত তা নামঞ্জুর করেছেন।

কারাগারে পাঠানো ৯ আসামি হলেন- এনামুল হক, একরামুল হক, মোস্তাফিজুর রহমান, শেখ নয়ন, আরাফাত এলাহী, ফরহাদ আহমদ, নজরুল ইসলাম, আবজল আহমদ চৌধুরী ও মামুন আহমদ। জামিনে থাকা অপর আসামি ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন দিনার আদালতে আত্মসমর্পণ করেননি।

গত ১১ আগস্ট রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় নিজ দলীয় ক্যাডারদের হাতে খুন হন ফয়জুল হক রাজু। এ ঘটনায় ১৩ আগস্ট তার চাচা দবির আলী বাদী হয়ে ২৩ জনের নামোল্লেখ করে মামলা করেন। এ মামলায় ওই ৯ জনসহ বর্তমানে কারান্তরীণ আসামির সংখ্যা ১২ জন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ নভেম্বর ২০১৮/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন