আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের ১৬টি আসনে প্রার্থী দিলেন ইনু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৯ ২১:১৩:৪৪

নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৬টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছেন হাসানুল হক ইনু।

ইনুর সভাপতিত্বে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পার্লামেন্টারি বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। আগামী জাতীয় নির্বাচনের জন্য ২২৪জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলটি।

সভায় সিদ্ধান্ত হয়, ১৪ দল ও মহাজোটের নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন।

সিলেট বিভাগের ১৬টি আসনে প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১: এ কে এম ওহীদুল ইসলাম কবীর, সুনামগঞ্জ-২: আমিনুল ইসলাম, সুনামগঞ্জ-৪: এনামুজ্জামান চৌধুরী, সিলেট-১: রফিকুল হক, সিলেট-২: শামীম আখতার, সিলেট-৩: ময়নুল ইসলাম, সিলেট-৪: নেসার আহম্মেদ কায়সার, সিলেট-৫: গিয়াস আহমেদ, সিলেট-৬: লোকমান আহমেদ, মৌলভীবাজার-২: বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩: আব্দুল হক, মৌলভীবাজার-৪: এলেমান কবির, হবিগঞ্জ-১: আব্দুল মান্নান, হবিগঞ্জ-২: মোস্তফা কামাল/জসিমউদ্দিন, হবিগঞ্জ-৩: তাজ উদ্দিন আহমেদ সুফি, হবিগঞ্জ-৪: জিয়াউল হাসান তরফদার মাহিন।

চূড়ান্ত হওয়া প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দেয়া হচ্ছে। একই সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠিতে সইও নেয়া হচ্ছে। পরে প্রার্থীদের প্রতীক বরাদ্দের চিঠি দেয়া হবে।

সিলেটভিউ/১৯ নভেম্বর ২০১৮/ডেস্ক/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন