আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটের ১৯ আসনে ইসলামী আন্দোলনের চূড়ান্ত প্রার্থী যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২০ ১০:৫৯:৪৩

সিলেটভিউ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। শনিবার (১৭ নভেম্বর) পল্টনে দলীয় কার্যালয়ে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন চূড়ান্ত করেন।

দুপুরে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন দেন। এ তালিকায় থাকা দলটির সিলেটের ১৯টি আসনে মনোনীত প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো।

সুনামগঞ্জ-১ আসনে মাওলানা ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২  আসনে মাওলানা আব্দুল হাই আল হাদী,  সুনামগঞ্জ-৩  আসনে ক্বারী মুহিব্বুল হক আজাদ, সুনামগঞ্জ-৪ আসনে তানভির আহমদ তাসলিম,  সুনামগঞ্জ-৫  আসনে হাফিজ মাওলানা হুসাইন আল হারুন, সিলেট-১ আসনে মাওলানা রেদওয়ানুল হক্ব চৌধুরী রাজু, সিলেট-২ আসনে মাওলানা আমীর উদ্দিন, সিলেট-৩ আসনে এম এ মতিন বাদশা, সিলেট-৪ আসনে মাওলানা জিল্লুর রহমান, সিলেট-৫ আসনে মুহাম্মদ নূরুল আমীন, সিলেট-৬ আসনে মুহাম্মদ আজমল হেসেন।

মৌলভীবাজার-১ আসনে মো. গিয়াস উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে হাফেজ মতিউর রহমান, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা মুহাম্মদ আসলাম, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা সালাহ উদ্দিন,  হবিগঞ্জ-১ আসনে মাওলানা আব্দুল হান্নান, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবুল জামাল মাসউদ হাসান, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ সোহেল, হবিগঞ্জ-৪ আসনে ক্বারী শেখ শামসুল আলম।

সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৮/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন