Sylhet View 24 PRINT

সিলেটে দর্শক টানছে ঘরের মেয়ের প্রথম সিনেমা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২০ ১৩:৫৮:৪২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটি গত শুক্রবার থেকে সারা দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। অর্ধশত হলের তালিকাতে আছে সিলেট নগরীর একমাত্র সিনেমা হল নন্দিতাও। সিনেমাটি সিলেটের সংস্কৃতি কর্মী ও সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে কেননা এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঘরের মেয়ে শানারেই দেবী শানু। এটিই লাক্স তারকা শানারেই দেবী শানুর প্রথম চলচ্চিত্র।

শুরুর দিন থেকে সোমবার পর্যন্ত গত ৪ দিন সিনেমাটির প্রতি দর্শকদের প্রচন্ড আগ্রহ লক্ষ্য করা গেছে। নন্দিতাতে চলমান প্রায় সবক’টি আশানুরূপ দর্শক চোখে পড়েছে।

সিনেমা হলটির ম্যানজার মোস্তফা চৌধুরী সিলেটভিউ২৪ডটকমকে জানালেন, দর্শক উপস্থিতি মোটামুটি ভালো। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিনেমাটি থাকবে। আমরা সব সময় দর্শকদের ভালো সিনেমা উপহার দেই।
 
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান।

এ ছবি প্রসঙ্গে এর মুখ্য অভিনেতা ও প্রযোজক খিজির হায়াত খান সাংবাদিকদের বলেন, ‘এটি একটি সচেতনতামূলক ছবি। জীবনের ঝুঁকি নিয়েই আমরা এটি নির্মাণ করেছি। আশা করছি দর্শক দায়িত্ববোধের জায়গা থেকেই ছবিটি দেখবেন।’

ছবির পরিচালক আবু আকতারুল ইমান বলেন, ‘এ ছবির দ্বিতীয় ট্রেলার প্রকাশ হওয়ার পর অনেকেই ধারণা করেছেন আমরা ইসলামকে অবমাননা করেছি। যারা এমন ভেবেছেন তাদের সেই ভুল ধারণা ভেঙে দিতে চাই। আমরা ইসলামের বিরুদ্ধে নই, বরং তাদের বিরুদ্ধে কথা বলেছি যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করে।’

এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটল লাক্স তারকা শানারেই দেবী শানুর।

তিনি বলেন, ‘সিনেমায় কাজ করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ হয়েছে। আশা করি নিয়মিত কাজ করতে পারব।’ ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- টাইগার রবি, শাহরিয়ার ফেরদৌস সজীব, শামীম হাসান সরকার, রণ শাহরিয়ার, সোলায়মান সুখন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০নভেম্বর২০১৮/এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.