আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে র‍্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২১ ১১:০০:১৫

সিলেট :: সিলেটে র‍্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হচ্ছেন মোঃ শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া। তিনি দক্ষিণ সুরমা থানার তেলিবাজার আহম্মদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। বুধবার ভোরে মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে  জানানো হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাব-৯ এর একটি বিশেষ দল। এসময় মাদক ব্যাবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালালে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শহীদ গুলিবিদ্ধ হন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত শহীদ মিয়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব।

সিলেটভিউ২৪ডটকম/২১নভেম্বর২০১৮/র‌্যামি/এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন