Sylhet View 24 PRINT

মনোনয়ন ফিরে পেলেন কাইয়ুম চৌধুরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৪:২৬:৩৫

নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-৩ আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার মনোনয়ন ফিরে পাওয়ার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেন আব্দুল কাইয়ুম চৌধুরী ।

২৮ নভেম্বর তিনি মনোনয়নপত্র জমা দিলে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম তার মনোনয়ন পত্র বাতিল করেন।

পরে তিনি আপিল করলে শুনানী শেষে বৃহস্পতিবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

২৮ নভেম্বর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-৩ আসনের মোট ১৩ জন প্রার্থী। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন।

এ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা এম এ হক, বিএনপির সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, ব্যারিস্টার এম এ সালাম।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/শাদিআচৌ/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.