আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ সিলেটের সার্জারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৮:০২:৪৭

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে দিনব্যাপী সার্জারী চিকিৎসার উপর সিএমই প্রোগ্রাম-২০১৮ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগরীর মিরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ সিলেট শাখার সেক্রেটারী জেনারেলর ডা. শায়েখ আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে উন্নত বিশ্বের তুলনায় সার্জিক্যাল চিকিৎসা কোন অংশে কম নয়। আমাদের দেশের বিশিষ্ট সার্জিক্যাল চিকিৎসকরা অঙ্গ সংযোজন সহ অনেক জটিল অপারেশন পরিচালনা করছেন। আগামীতে আমাদের নতুন প্রজন্মের সার্জিক্যাল চিকিৎসকদের উন্নত চিকিৎসার ফলে অনেক বিদেশমুখী চিকিৎসা কমে আসবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. প্রমোদ রঞ্জন সিংহ, সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর মীর মাহবুব আলম, সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডা. একেএম দাউদ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- প্রফেসর ডা. জামান আহমদ চৌধুরী, প্রফেসর ওয়েছ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সার্জিক্যাল চিকিৎসকদের কিছু জটিল অপারেশনের ডকুমেন্টারি প্রজেক্টারের মাধ্যমে প্রদর্শন করা হয়। দিন ব্যাপী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সার্জিক্যাল চিকিৎসকগণ সেমিনারে অংশগ্রহণ করেন।



সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন