আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রিটার্নিং অফিসারের কাছে খন্দকার মুক্তাদিরের অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৯:২৭:০২

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জেলা প্রশাসক ও জাতীয় নির্বাচনের সিলেটের রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলামের সাথে দেখা করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি রিটার্নিং অফিসারের সাথে দেখা করেন। এসময় তিনি আসন্ন নির্বাচনের বিভিন্ন সমস্যা সম্পর্কে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন।

এসময় তিনি বলেন- নির্বাচন যত এগিয়ে আসছে পুলিশ ততই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি শুরু করেছে। গত কয়েকদিনে পুলিশ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বাসায় গিয়ে নানাবিধ হুমকি দিয়েছে। এসময় নির্বাচনের আগে সিলেট ছেড়ে দেওয়া এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার জন্য নেতাকর্মীদের পুলিশ হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাৎকালে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/শাদিআচৌ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন