Sylhet View 24 PRINT

কথাকলি সিলেটের প্রযোজনায় নাটক ‘দুর্ব্বিন শাহ’র মঞ্চায়ন শনিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ২০:০৩:০৯

সিলেট :: সিলেটের সুনামধন্য নাট্য সংগঠন কথাকলির ৩৫তম প্রযোজনায় নাটক ‘দুর্ব্বিন শাহ’ মঞ্চস্থ হবে আগামী শনিবার (৮ ডিসেম্বর)। এটি নাটকটির পঞ্চম মঞ্চায়ন। মোস্তাক আহমদের রচনায় এবং আমিরুল ইসলাম বাবুর নির্দেশনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর রিকাবী বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটকটি।

সংশ্লিষ্টরা জানান- সিলেটভূমি অনাদিকাল থেকে সমর্পিত হয়েছে সহনশীলতার বিনম্র উপাসনালয়ে। উদার মানবধর্মের অবারিত গৃহে গৃহে তাই জন্ম নিয়েছেন অগণিত মরমিসাধক। মৃত্তিকার গন্ধে মানুষের সারসত্ত্বা খুঁজে ফিরেছেন তাঁরা। অনুসন্ধান করেছেন আত্মা-পরমাত্মার গহীন অথচ সরলপাঠ। সন্ধান-পাঠ আর উন্মোচনের অঙ্গীকারে সিলেট তথা বাংলার অধ্যাত্মজগতে যিনি অপরূপ মননসৌধ গড়ে তুলেছেন- তিনি ‘জ্ঞানের সাগর’ দুর্ব্বিন শাহ। বংশ পরম্পরায় ফকির ঘরনার এই গৃহীবাউলসাধক-এর জীবনালেখ্যভিত্তিক তাদের এবারের প্রযোজনা নাটক ‘দুর্ব্বিন শাহ’।

গীতিকবিতা ও বাউলভাষায় নিবেদিত কথাকলি সিলেটের পয়ত্রিশতম মঞ্চায়নে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি শামীমা চৌধুরী এবং সাধারণ সম্পাদক অরুপ শ্যাম বাপ্পী।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.