আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

টুকেরবাজারের গোয়াবাড়ি এলাকায় শ্রমিকলীগের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১০ ২২:২৭:৩৫

সিলেট :: জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুর রহমান এজাজ বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য আগামী ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করে সিলেট-১ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় পালন করবে।

তিনি জাতীয় শ্রমিকলীগ সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নে ৬নং ওয়ার্ডের গোয়াবাড়ি বাজার এলাকার উদ্যােগে নৌকার সমর্থনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত সভায় জাতীয় শ্রমিকলীগ সিলেট সদর উপজেলা শাখার সভাপতি মো. মকবুল হোসেন খানের সভাপতিত্বে জাতীয় শ্রমিকলীগ সিলেট সদর উপজেলা শাখা সাধারন সম্পদক মো. ফয়ছল মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, জাতীয় শ্রমিকলীগ এর সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার রিক্সা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. বুরহান উদ্দিন ভান্ডারী, আওয়ামীলীগ নেতা সাব্বির খান, জাতীয় শ্রমিকলীগ সিলেট সদর উপজেলা শাখার যুগ্ম সম্পদক মাহবুবুর রহমান, ৬নং টুকেরবাজার  ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, জেলা যুবলীগ নেতা জহিরুল ইমলাম জহির, সিএনজি অটোরিকশা শ্রমিকলীগ মহানগর শাখার ২০৪৪এর সাধারণ সম্পদক ফরিদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগেরর সাবেব সহ সভাপতি তোফায়েল আহমদ তালুকদার,  জাতীয় শ্রমিকলীগেরর খাদিমনগর ইনিয়নের আহবায়ক আব্দুল জলিল আহমদ, শাহজালাল উপশহর সিএনজি ৭০৭ এর সাধারণ সম্পদক এ অনুর চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ সিলেট সদর উপজেলা শাখার মহিলা সম্পাদিকা বীনা রানী রায়, শ্রমিক নেতা ৬নং ওয়ার্ড  আসু মিয়া, খাদিমনগর ইউনিয়নের আওয়ামীগ নেতা আযুব আলী, সদর উপজেলা কান্দি গাও ইউনিয়ন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন দেলোয়ার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মো: লিটন আহমদ, আব্দুল আহাদ, মাহিন আহমদ, আরিফুর রহমান শিহাব, জামিল রহমান, মো.রাকিব, নাহিদ, হোসেন খান, মেহেদী  হাসান প্রমুখ।

সিলেটভিউ/১০ ডিসেম্বর ২০১৮/প্রেবি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন