Sylhet View 24 PRINT

পরিবার থেকে হোক মানবাধিকার রক্ষার সুচনা: এড. লালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ১৯:৪৪:৪৭

সিলেট :: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা সোমবার সন্ধ্যায় নগরীর শিবগঞ্জে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার সভাপতি সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা।

তিনি বলেন, বিজয়ে এ মাসে সকলের প্রতিজ্ঞা যেন হয় আমাদের পরিবার থেকে মানবাধিকার রক্ষার সুচনা। তখন গৃহকর্তার দ্বারা গৃহকর্মী নির্যাতন বন্ধন হবে। মানবাধিকার কর্মীরা যেন সচেতন কর্মসূচির মাধ্যমে মানুষকে মানবাধিকারের সুফল সম্পর্কে জ্ঞাত করলে তখন পরিবার, সমাজ ও রাষ্ট্রে কমে আসবে নারী-শিশু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন। শুধু আইন দিয়ে নয়, তার যথাযথ প্রয়োগের মাধ্যমে সম্ভব হতে পারে মানবাধিকার লঙ্ঘনের মত কাজ। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজ করে যাচ্ছে। যা দেশে-বিদেশে প্রশংসনীয়।

সংস্থার সদস্য জামরুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তিকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর রেবেকা আক্তার লাকী।

বক্তব্য রাখেন- সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সাগর, দুর্নীতি মুক্তিকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমত ইবনে ইসহাক, সংস্থার নির্বাহী সদস্য নাসিমা রহমান পলি, ইমদাদুল ইসলাম পাপ্পু, সদস্য- কাওছারাবাদ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জামাল উদ্দিন, সাজ্জাদ আহমদ সাজু, তোয়াকুল কলেজের প্রভাষক ফয়সল আহমদ। উপস্থিত ছিলেন সংস্থার মোঃ মনোয়ার, সাফি আহমদ সাবেল, সমুন চন্দ্রনাথ, ময়নুল হক স্বাধীন, জয়নুল ইসলাম, আশাফুজ্জামান, সাব্বির আহমদ, সজিব আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অনিয়ম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক সবুজ আহমদ, সাব্বির হোসেন, সাদিকুর রহমান, আরিফ আহমেদ, আব্দুর রহিম, সাহেল আহমদ, হোসেন আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.