Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মুক্তদিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ১৯:৫১:২০

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: আজ ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে পাক হানাদার বাহিনী হটিয়ে ফেঞ্চুগঞ্জকে মুক্ত করা হয়। প্রতি বছরের মত এবারো নানা কর্মসূচী দিয়ে দিবসটি পালন করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

দিবসটি উপলক্ষে সকালে মুক্ত দিবসের র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, উপজেলা প্যানেল চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বাচ্চু মিয়া, ফয়জুল ইসলাম,গনকবি মফজ্জিল আলী, নিম্বর আলী, খলকু মিয়া,শহীদ আলী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না, সাধারণ সম্পাদক জুবেল আহমেদ সেলিম, সহ সভাপতি সম্পাদক শফিউল আলম, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম রাসেল,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃআলী বাচ্চু,আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, দেলোয়ার জাহান রিমন,রুকনুজ্জামান,মানিক মিয়া সহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে আলোচনা সভা ও বিভিন্ন দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৮/এফইউ/এমকে-এম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.