আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

খন্দকার মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ২০:১৩:৪৬

সিলেট :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে নগরীর ইলেকট্রিক সাপ্লাইস্থ নূরে আলা কমিউিনিটি সেন্টারে কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মানুষের ভালোবাসাই একমাত্র ভরসা। প্রত্যেকটি জায়গায় মানুষের ভালোবাসা দেখে অভিভূত হচ্ছি। তাদের মধ্যে পরিবর্তনের জন্য গণজোয়ার সৃষ্টি হয়েছে।

খন্দকার মুক্তাদির এসময় বলেন, ২০০৮ সালের নির্বাচনে আবুল মাল আবদুল মুহিত আলোকিত সিলেট গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তার কোনোটাই বাস্তবায়ন হয় নাই। তাঁর ভাই সংসদ সদস্য প্রার্থী ড. মোমেন সততার সাথে কাজ করার ঘোষণা দিলেও বিগত সময়ে আওয়ামীলীগ সরকারের লুটপাঠ দেশের জনগণের অজানা নয়। জনগণ এ থেকে মুক্তি চায়।

দেশের মানুষের নিরাপত্তা নেই উল্লেখ করে মুক্তাদির বলেন, আজ সারা দেশের বিভিন্ন জায়গায় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা করে আওয়ামীলীগ ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। গুম-খুনের মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। ইনশাআল্লাহ ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে এ অন্যায়-অবিচার এবং নিপীড়নের জবাব দেবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কায়েস লোদী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, গণফোরাম সিলেট মহানগর-এর সভাপতি এডভোকেট আনসার খান, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমীন গোলাপী, সহ সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবীর শেপী, মহানগর খেলাফত মজলিশের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, জিয়াউল গণি আরেফীন জিল্লুর, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাশ। নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব আহমদ শিহাব।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, ঐক্যফ্রন্টের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন