আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি ও মৎস্য নিধন বন্ধে র‌্যালি ও সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ২০:৪৭:১৬

তাহিরপুর প্রতিনিধি :: অতিথি পাখি নিধনকে না বলি, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র রক্ষা করি” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অবৈধ ভাবে অতিথি পাখি ও  মৎস্য নিধন বন্ধে র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্ট প্রদিক্ষন শেষে গণমিলনায়তন কেন্দ্রে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সাধারন সম্পাদক অমল কান্তি কর।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  খসরুল আলম, দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৮/এআরএস/এমকে-এম

শেয়ার করুন

আপনার মতামত দিন