আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

৪৭ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের বোধোদয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ২২:২৬:১৯

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ১১ ডিসেম্বর, ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার মুক্ত হয় ফেঞ্চুগঞ্জ উপজেলা। ফেঞ্চুগঞ্জ মুক্ত হওয়ার প্রায় অর্ধশত বছর পার হলেও দিবসটি পালনে দেখা যায়নি প্রশাসন বা রাজনৈতিক দলের কোন উদ্যোগ।

এবারই এর ব্যাতিক্রম ঘটালেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। আজ (মঙ্গলবার) ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে নিয়ে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা।

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্ত দিবসের র‍্যালিতে অংশ নেওয়া সকলকে লাল টিশার্ট ও ক্যাপ উপহার দেন তিনি।

তাছাড়া বহুল আলোচিত ইলাশপুর রেলব্রীজে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় সাইনবোর্ড ও ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে পাক হানাদারা বাহিনীর জল্লাদখানায় স্থাপনের জন্য \"৭১-এর বধ্যভূমি কাইয়ার গুদাম\" সাইনবোর্ড প্রদান করেন।
ফেঞ্চুগঞ্জে স্বাধীনতার স্মৃতি রক্ষার এই দুই আলোচিত স্থানে ৪৭বছর পর চিহ্নিত করন করায় উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানান বীর মুক্তিযোদ্ধারা।

ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ জুবেল বলেন, আমরা সুদীর্ঘ সময় ধরে এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার দাবি জানাচ্ছি কিন্তু সফল হইনি। আজ ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের এ মহান উদ্যোগ আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

সুদীর্ঘ ৪৭ বছর পর বধ্যভূমি লেখা সাইনবোর্ড দেখে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সাইনবোর্ড স্থাপনের সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধারা।

সিলেটভিউ/১১ ডিসেম্বর ২০১৮/এফইউ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন