Sylhet View 24 PRINT

সিলেটে জনসভা করবে না ঐক্যফ্রন্ট, হবে গণসংযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ০০:৩৯:১৯

নিজস্ব প্রতিবেদক :: ড. কামাল হোসেনের নেতৃত্বে বুধবার সিলেটে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বেলা ২টায় হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন তারা। মাজার জিয়ারতের পর সিলেট জনসভা করার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে সিলেট থেকেই গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারা।

এ ব্যপারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বলেন- জনসভার প্রস্তুতি থাকলেও তা হচ্ছে না। তবে সিলেটে গণসংযোগ করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগকালে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নেতারা।

জানা গেছে- ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসছেন।

বুধবার সকালে পৃথক ফ্লাইটে সিলেটে আসবেন তারা। বেলা ২টায় মাজার জিয়ারতের পর সিলেটে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
এরআগে গত ২৪ অক্টোবর সিলেটে আসেন ঐক্যফন্ট নেতারা। সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সমাবেশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৮/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.