আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে ঐক্যফ্রন্টের পথসভায় মাইকের সংযোগ বিচ্ছিন্ন করলো পুলিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ১৫:৪৯:১১

নিজস্ব প্রতিবেদক ::  জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা একটু পর থেকেই। ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয়  কয়েকজন নেতা ইতোমধ্যেই সিলেট এসে পৌছেছেন। তবে, মাজার গেইট এলাকার পথসভাস্থল থেকে বিএনপির মাইকের সংযোগ বিচ্ছিন্ন করেছে পুলিশ। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

জানা যায়, ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতাকর্মীর আগমণ উপলক্ষে দরগাহ গেইট মাজার এলাকায় ভীড় করেছেন শত শত নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো এলাকা।

কিন্তু কোতয়ালী থানা পুলিশের একটি দল বিএনপি নেতাকর্মীদের মাইক খুলার নির্দেশ দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড.কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী,জাফরুল্লাহ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেটে কিছুক্ষণের মধ্যে এসে পৌছাবেন।

বেলা চারটার দিকে শাহজালাল মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারা। এসময় মাজার এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা করবেন বলে জানা গেছে।

পরবর্তীতে শাহ পরাণ মাজার জিয়ারত করে ঐ এলাকায় গণসংযোগ করবেন তারা। সন্ধ্যার সাতটার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।


সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৮/এমকে-এম/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন