আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

রাজনগরে ভোক্তা অধিকার আইনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ১৬:৫৯:৩১

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার আইনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

বুধবার সকাল সাড়ে ১১টায় রাজনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আছকির খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আলোচনায় অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুর রহমান মামুন প্রমুখ।

সেমিনারে সাংবাদিক, সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ভোক্তা অধিকার আইন এবং অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ভোক্তা অধিকারবিরোধী কাজ হলে ভোক্তা অধিকার অধিদপ্তরে জানানোর জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন তিনি।



সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৮/এআরএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন