আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এনইইউবি ‘এল ইউ আইডিয়া হ্যাক-২০১৮’ প্রতিযোগিতায় রানার-আপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ১৭:৩৪:৩০

সিলেট :: নর্থ  ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘এনইইউবি এসএসডিএন-৩.০’ লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব কর্তৃক আয়োজিত ‘এল ইউ আইডিয়া হ্যাক-২০১৮’এর হ্যাকাথন প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

১০ ও ১১ই ডিসেম্বর দুদিনব্যাপী লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই  প্রতিযোগিতায় সিলেটের সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মোট ২৩টি দল অংশ গ্রহন করে। 

প্রতিযোগিতায় অংশগ্রহাকরী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিজস্ব আইডিয়ায় সফটওয়্যার মাধ্যমে সমাধান করতে হয়েছে।

‘এনইইউবি এসএসডিএন-৩.০’ দলের সদস্যরা হলেন- সারোয়ার আহমেদ, দিপীকা বনিক টুকু, নওশীন ইয়াসমিন ও শেখ আতিকুল হক সাবের।

এনইইউবি দলের এই সাফল্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আল মেহদি সাদাত চৌধুরী সংশ্লিষ্ঠ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।



সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন