আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

এসআইইউ’র ট্রাস্ট দলিল জালিয়াতি মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ১৭:৪৫:৪৮

সিলেট :: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে ২০১২ সালে ভূয়া ট্রাস্ট দলিল সৃষ্টি করার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে এসআইইউ’র সহকারী রেজিস্ট্রার মুশফিকুল আলম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

সিলেটের মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো: মঞ্জুর হোসেন, একই কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো: আকবর হোসেন চৌধুরী, সিলেট আদালতের আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, শরিফুল হুদা চৌধুরী, চৌধুরী মতিউর রহমান জুনেদ, মো: লোকমান হোসেন এবং আবু জাফর রাজুর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় জি, আর-৩০০/১৪নং মামলা দায়ের করেন।

উক্ত মামলার তদন্ত শেষে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) বিজ্ঞ আদালতে আসামীদের বিরুদ্ধে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্ট দলিল জালিয়াতির ব্যাপারে অভিযোগপত্র দাখিল করেন।

সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালত (এসিএমএম) কর্তৃক ইতোপূর্বে সিআইডি’র দাখিল কৃত আভিযোগপত্র গ্রহণ শেষে বুধবার (১২ ডিসেম্বর) আসামীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ গঠন করেন।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে নিযুক্ত এ্যাডভোকেট হিসাবে মামলা পরিচালনা করেন সিলেট জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী  মো: আব্দুর রহমান আফজাল ও সাদেক আহমেদ।



সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন