আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সদর উপজেলায় সেইপএর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১২ ১৯:২৩:১২

সিলেট :: সিলেট সদর উপজেলায় অর্থমন্ত্রণালয়ের অধীনে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর উদ্যোগে অনগ্রসর প্রতিবন্ধী জনগোষ্ঠির জন্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে সোস্যাল মার্কেটিং অফিসার মো. আরিফুলের হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আশফাক আহমদ বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে অনগ্রসর জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হবে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে পেছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এই জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তারই লক্ষ্যে অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ সারাদেশে এই প্রকল্পের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কাজ করছে।
 
অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সোস্যাল ডেভেলমেন্ট স্পেশালিস্ট এম সাখায়াত হোসেন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, দুর্গম এলাকার হাওর-চর অঞ্চল, গ্রামের অতি দরিদ্র জনগোষ্ঠি, প্রতিবন্ধী জনগোষ্ঠি, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা, নারী, বেকার যুবক, দক্ষতা উন্নয়ন প্রয়োজন এমন সল্পদক্ষকর্মীদেও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এই প্রকল্পের অধীনে ২০২০ সালে ৩০ শতাংশ নারীসহ ৫ লক্ষাধিক এবং ২০২৩ সালের মধ্যে ১৫ লক্ষাধিক অনগ্রসর জাতিকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে দুই লক্ষ মানুষকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। যার মধ্যে ৩০০ জন বিনা খরছে সরকারি উদ্যোগে কাতারে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজহারুল কবির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রাশিদুল ইসলাম, সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান সামছু, হরিজন সম্প্রদায়ের সুমিত দে, বেদে পল্লীর প্রতিনিধি ফাহিম আহমদ, বন্ধু সোসাইটির মুক্তা হিজরা প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৮/প্রেবি/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন