Sylhet View 24 PRINT

সিলেট-৩ আসনে বিজয়ের প্রত্যয়ে লাঙ্গল মার্কার প্রচারণা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ০০:৩৮:০৮

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ :: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. উছমান আলীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার চ-ীপুলে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু উপলক্ষে প্রধান কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা।

সিলেট জেলা জাপার সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাকুল হোসেন শামীমের সভাপতিত্বে কর্মীসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মো. উছমান আলী, কেন্দ্রীয় জাপা নেতা আতাউর রহমান আতা, জেলা জাপা নেতা আহসান হাবিব মঈন, বাসির আহমদ, দৌলা মিয়া, মামুনুর রহমান মামুন, জাহাঙ্গীর খান, জছির মিয়া দছু, জাতীয় মহিলা পার্টির সিলেট জেলা শাখার সভাপতি নাহিদা আক্তার, জেলা যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারণ সম্পাদক মরতুজা চৌধুরী, বালাগঞ্জ উপজেলা জাপার সভাপতি মো. ফজলু মিয়া, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, সহ-সভাপতি সফিউল আলম সুফি, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি হুসেন আহমদ হুশিয়ার, আমির উদ্দিন রতন মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, সিলেট বিভাগীয় সাইবার পার্টির সমন্বয়ক এসএম শামীম আহমদ প্রমুখ।

কর্মীসভায় বক্তারা আগামী ৩০ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে লাঙ্গল মার্কাকে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। কর্মীসভা শেষে স্থানীয় আব্দুস সামাদ আজাদ চত্বরে লাঙ্গল মার্কার সমর্থনে এক সংক্ষিপ্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৮/জেআরজে/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.