আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করতে হবে: মিসবাহ সিরাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ০১:০৫:৫৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: কেন্দ্রীয় আওয়ামী লাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। পীর মিসবাহ শেখ হাসিনার প্রার্থী। তাঁকে বিজয়ী করতে আওযামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে হবে। সবাইকে একটা কথা মনে রাখতে হবে  লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। মহাজোট জিতলে নৌকা জিতবে, শেখ হাসিনা জিতবে, বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে।

বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন, পীর মিসবাহ আওয়ামী পরিবারের সন্তান। বিগত পাঁচ বছর সে এলাকার উন্নয়নে জোড়ালো ভূমিকা পালন করেছে। মহাজোটকে বিজয়ী করার লক্ষ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আমরা আটজন শেখ হাসিনার সাথে বসেছিলাম।

উক্ত বৈঠকে শেখ হাসিনা মহাজোটের প্রার্থী পীর মিসবাহ’র প্রশংসা করে বলেছেন, মিসবাহ একজন ভদ্র এবং যোগ্য প্রার্থী। শেখ হাসিনা যাচাই বাছাই করেই মহাজোটের প্রার্থী চুড়ান্ত করেছেন। জামায়াত-বিএনপিকে পরাস্ত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে হলে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নাই।

সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট কলেন, পীর ফজলুর রহমান মিসবাহ এক সময় ছাত্রলীগ করেছে, সে যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য ছিল। এখন সে মহাজোটের প্রার্থী। কাজেই শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হলে মহজোটের প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহকে সুনামগঞ্জ-৪ আসনে বিজয়ী করতে হবে। তিনি দলীয় নেতা কর্মীকে পীর মিসবাহর পক্ষে নির্বাচনী মাঠে নেমে তাকে বিজয়ী করতে জোড়ালো ভুমিকা পালনের আহবান জানান।

সুনামগঞ্জ সদর-৪ আসনের মহাজোট প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ তার বক্তব্যে বলেন, আমি বিগত পাাঁচ বছরে এ অঞ্চলের উন্নয়নে কাজ করেছি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ প্রতিটিসেক্টরে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার উপর মহাজোটের নেতাকর্মীদের মান-অভিমান থাকতে পারে তবে আমার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেনা। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে তাকে বিজয়ী করার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাংগঠনিক জুনেদ আহমদ, শঙ্কর চন্দ্র দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পুরষদের চেয়ারম্যান আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল করিম, কেন্দ্রীয় কৃষক লীগের মানব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা যুব লীগ নেতা নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি রায়, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ফজলুল হক, বিশ্বম্ভপুর আ.লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ফতেহপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা রনজিত চৌধুরী রাজন,জেলা পরিষদের সদস্য শাহ শামসুজ্জামান, জেলা স্বেচ্ছাসেব লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্র লীগের সভাপতি দিপংকর কন্তি দে প্রমূখসহ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার আওয়ামী লীগ, অংঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ মহাজোটের শরীকদলেরবিপুল সংখ্যক নেকাকর্মী এসময় উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৮/এসএনএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন