Sylhet View 24 PRINT

ইলিয়াস আলীর স্ত্রী লুনার প্রার্থীতা স্থগিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ১৪:২৩:৫৮

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি নেতা ’নিখোঁজ’  এম. ইলিয়াস আলীর স্ত্রী সিলেট-২  আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিত করেছেন আদালত। উচ্চ আদালতে দায়েরকৃত একটি রিট আবেদনের শুনানী শেষে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থীতা স্থগিত করা হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়, সিলেট-২ (বিশ^নাথ-ওসমানীনগর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন করতে হলে তিন বছর আগে চাকুরি ছাড়তে হয়। কিন্তু তাহসিনা রুশদীর লুনার চাকুরি ছাড়ার তিনবছর সময় পার হয়নি।
বৃহস্পতিবার রিট আবেদনটির শুনানী শেষে বিচারক লুনার প্রার্থীতা স্থগিত করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনটি মহাজোটের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। বর্তমান সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া আসনটি থেকে এবারও মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া আসনটি থেকে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২০ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মুনতাসির আলী।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ ডিসেম্বর ২০১৮/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.