আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ১৯:০৯:০৫

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ফার্মেসিকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতাল সড়কে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মহাদেব ফার্মেসিকে ১০ হাজার, শ্রীমা ফার্মেসিকে ৫ হাজার, শিউলি ফার্মেসিকে  ৫ হাজার ও সনি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হকের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

দীর্ঘদিন পর এরকম অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, জীবন রক্ষাকারী এসব পন্যের ব্যাপারে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখা উচিত।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৮/এফইউ/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন