Sylhet View 24 PRINT

বিশ্বনাথে এমএইচ মাল্টিপারপাস সেন্টার বাস্তবায়নে মতবিনিময় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ১৯:১৭:০৪

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ‘এমএইচ মাল্টিপারপাস সেন্টার’ বাস্তবায়নের লক্ষে বুধবার সন্ধ্যায় মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আবদুস সোবহান উপজেলা সদরে সুধীজনের সাথে মতবিনিময় করেছেন।

তিনি বলেন, সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মুসলিম হেল্প ইউকে। সংগঠনটি সুন্নতে খৎনা, ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রতিবন্ধি সহায়তা, হুইল চেয়ার বিতরণসহ আর্তসামাজিক উন্নয়নে বিশ্বনাথসহ সারাদেশে কাজ করছে। আর বর্তমানে সংগঠনটি এমএইচ মাল্টিপারপাস সেন্টার বাস্তবায়নে পরিকল্পনা করে কিছু কাজ সম্পন্ন করেছে।

শিক্ষাবিদ মুজিবুর রহমান’র সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ফজর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সমাজসেবক আব্দুস সালাম, আবদুস সামাদ, নজরুল ইসলাম, তৈমুছ আলী, এসবি আলম, শাহিদুর রহমান, আতাউর রহমান শিপন, শাহ আলম মামুন, মতছির আলী, আরমুজ আলী, সুমন মিয়া, জাহিদুল ইসলাম, লুৎফুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভা শেষে মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আবদুস সোবহান উপজেলা পুরাণ বাজারস্থ আল-হেরা শপিং সিটির ৩য় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংগঠনের অফিসের উদ্বোধন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৮/পিবিএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.