আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

আমৃত্যু জনকল্যাণে নিবেদিত থাকতে চাই: এমপি কয়েস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ২১:৫২:৪৩

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ::  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, জনসেবাকে ইবাদত হিসেবে গ্রহন করেছি এবং আমৃত্যু জনকল্যাণে নিবেদিত থাকতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে ৫ম বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস এ এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে এ আসনের জনপ্রতিনিধি হিসেবে বিগত দশ বছরে আমার প্রচেষ্টায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ, শিল্প কারখানা নির্মাণসহ ৮ হাজার ৩০০ ছিয়াশি কোটি টাকার উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

তিনি বৃহস্পতিবার (১৩ই ডিসেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পালবাড়ি বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উৎপলা পীড় দে মাস্টারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মিছলু চৌধুরী এবং পারভেজ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সহ-সভাপতি মীর সাখাওয়ার হোসেন তরু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, যুগ্ম-সাধারন সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খছরু, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েস, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্থা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলতাউর রহমান রুনু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান কলা, সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরী সিবিএ সভাপতি সালেহ আহমদ, ৯০মেঃওঃ সিবিএ সভাপতি শিশির দেব নাথ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শামিম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ আলাল, যুগ্ন-আহবায়ক সুরুক আহমদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপজেলা শেখ রাসেল পরিষদের সাধারণ সম্পাদক শেখ মুমিনুল হাসান, ছাত্রনেতা দেবব্রত দ্বীপ, শাহরিয়ার খান রনি, নাঈম আহমদ চৌধুরী, শেখ জুমাদ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আরাফ উদ্দিন।

সিলেটভিউ/১৩ ডিসেম্বর ২০১৮/এফইউ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন