Sylhet View 24 PRINT

কানাইঘাটে নির্বাচনী প্রচারণার ধুম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ২২:২৮:৩৭

মাহবুবুর রশিদ, কানাইঘাট প্রতিনিধি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। মিছিল, মিটিং আর পথসভায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। পোস্টার-লিফলেট নিয়ে ভোটারদের দ্ধারে দ্ধারে ছুটছেন প্রার্থীরা। বসে নেই প্রার্থীদের সমর্থকরাও, নিজ নিজ প্রার্থীর দেওয়া উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় নেমেছেন তাঁরা। ইতোমধ্যে পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার,পাড়া-মহল্লাসহ রাস্তাঘাট।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাফিজ আহমদ মজুমদার, ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জাতীয় পার্টি সমর্থিত সেলিম উদ্দিন এমপির সমর্থনে কানাইঘাটের বিভিন্ন স্থানে চলছে নির্বাচনী গণসংযোগ ।

বৃহস্পতিবার নৌকা মার্কার প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের কানাইঘাট বাজারের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন ও চতুল ঈদগাহ বাজারে অফিস উদ্বোধনসহ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকা মার্কা সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন। তারা দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হাফিজ আহমদ মজুমদারকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

অপরদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের ধানের শীষ প্রতীকের সমর্থনে কানাইঘাট মন্তাজগঞ্জ বাজার, গাছবাড়ী বাজার, বুধবারী বাজার, ওমরগঞ্জ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনের পাশাপাশি বিভিন্নস্থানে বিএনপি, জামায়াত, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসের ২৩দলীয় জোটের  জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা গণসংযোগ করে ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ¦ সেলিম উদ্দিন কানাইঘাট বাজার, চতুল বাজার, সুরইঘাট বাজার, ভবানীগঞ্জ বাজার, সড়কের বাজার, বীরদল বাজার সহ বিভিন্ন স্থানে জাপার নেতাকর্র্মীদের সাথে নিয়ে ভোটাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

স্বতন্ত্র প্রার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী সিংহ মার্কার সমর্থনে উপজেলার বিভিন্ন স্থানে তার সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।

নৌকা, ধানের শীষ, লাঙ্গল, হাতপাখা, সিংহ মার্কার সমর্থনে উপজেলা জুড়ে শান্তিপূর্ণ ভাবে প্রচার-প্রচারণা ও মাইকিং চলছে। এখন পর্যন্ত কানাইঘাটে নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে।

সিলেটভিউ/১৩ ডিসেম্বর ২০১৮/এমআর/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.