আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

ড. মোমেনের সমর্থনে ১৪নং ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৪ ২৩:১৩:০৭

সিলেট :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে শুক্রবার রাতে নগরীর কালীঘাট এলাকায় নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালাম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন, জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে ধারাবাহিকভাবে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন বিভিন্নভাবে ভেসে উঠে। আর আপনারাই নিজের চোখেই দেখেছেন বিএনপির আমলে দেশে বাসা-বাড়ির জায়গা দখল, ছড়া দখল, লুটপাট, জালাও-পোড়াও এসব সন্ত্রাসী কার্যক্রম ছিল। শেখ হাসিনা সরকার আসার পর থেকেই মানুষের ভাগ্যো উন্নয়ন হয়। তাই আগামী ৩০ ডিসেম্বর আপনাদের আমানত ভোটের মাধ্যমেই নোকৗ প্রতীককে বিজয়ী করে পবিত্র সিলেটের মাটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন বলে আমি আশাবাদি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ, ড. একে আব্দুল মোমেনের সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বুলু, ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী সাইফুল আলম খান কয়েছ, যুবলীগ নেতা বেলাল খান, মহিলা আওয়ামী লীগ নেত্রী হেলেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি এম. এ. মতিন, যুবলীগ নেতা আব্দুর রহিম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার মিন্টু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল মুমিন লাহিন, লিয়াকত আহমদ, রাজু আহমদ, সুয়েব আহমদ সানু, দিপু আহমদ, রাজিব আহমদ, মামুন আহমদ, দীপক দাস, মামুন খান জনি, রনি আহমদ, সুলেমান আহমদ সুমন সহ আওয়ামী অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন