আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

খাসদবিরে সন্ধ্যা রাতে ডাকাতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৫ ০০:৪২:১০

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর খাসদবির এলাকার একটি বাসায় সন্ধ্যার সময়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঐ বাসা থেকে স্বর্ণের গয়না, নগদ টাকা এবং তিনটি মোবাইল নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাসদবির বন্ধন জি-১৫ নম্বর বাসার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে- শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাসদবির বন্ধন জি-১৫ নম্বর বাসার পঞ্চম তলার জহির আহমদের ফ্ল্যাটের দরজায় এসে ৭-৮জন লোক কলিং বেল দেয়। এসময় বাসায় তার স্ত্রী এবং শালিকা ছাড়া আর কেই ছিলেন না। কয়েক বার কলিং বেল দেওয়ার পর তারা দরজা খুললে ৭-৮জন লোক একসাথে ঘরে ঘুকে যায়। তখন তাদেরকে আঘাত করে একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণের গয়না, নগদ টাকা এবং তিনটি মোবাইলসহ বিভিন্ন জিনিষ নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

তারা ঐ কক্ষ থেকে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। খবর পেয়ে বাসার মালিক সাইফুল ইসলাম এবং বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিমাদ আহমদ রুবেল উপস্থিত হন।

তারা ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে অবহিত করেছেন বলে জানিয়েছেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিমাদ আহমদ রুবেল।

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৮/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন