আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জ জাসাসের সভাপতিকে গ্রেফতারে ফয়সল চৌধুরীর নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৫ ০১:২১:১১

সিলেট :: জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আমির হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট-৬ বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে হয়রানি ও গ্রেফতার করছে। এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলা জাসাস সভাপতি আমির হোসেনকে গ্রেফতার করেছে, যা তাঁদের গণতন্ত্র বিরোধী চেতনাকে জনগণের সামনে উন্মোচিত করেছে। তাছাড়া মিথ্যা মামলায় নিরীহ নেতৃবৃন্দকে গ্রেফতার করে সংবিধান লঙ্ঘন করছে সরকার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফয়সল আহমদ চৌধুরী পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি এমন আচরণ থেকে বিরত থেকে নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ তৈরীর আহবান জানান।

উল্লেখ্য, শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় গোলাপগঞ্জ লক্ষনাবন্দের কমলগঞ্জ বাজার থেকে উপজেলা জাসাস সভাপতি আমির হোসেনকে গ্রেফতার করে পুলিশ

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন