আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিন সুরমায় সুন্দরীর হামলায় রানা আহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৫ ২৩:৩২:২৬

সিলেট :: সিলেটে হিজড়াদের দুই গ্রুপের দ্বন্দে একজন আহত হয়েছেন। তার নাম ভান্ডারি রানা হিজড়া (২৮)।

তিনি দক্ষিন সুরমা থানার খোজারখোলা এলাকায় থাকেন। শনিবার রাত ৯টার দিকে হামলার এ ঘটনাটি ঘটে।

রানা জানান, সুন্দরী হিজড়ার নেতৃত্বে ২০/২১ জনের একটি হিজড়া দল তার উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় রানা মামলাদায়ের করবেন বলেও জানান।

বর্তমানে সিলেটে হিজড়াদের দুইটি গ্রুপ কাজ করছে। একদলের নেতৃত্বে রয়েছে গুরুমা হিসাবে পরিচিত সুন্দরী হিজড়া। অপর গ্রুপের নেতৃত্বে রানা হিজড়া।

রানা জানান, তিনি হিজড়াদের চাঁদাবাজীসহ অন্যান্য অপরাধমূলক কাজ থেকে সরিয়ে এনে বৈধ ব্যবসার মাধ্যমে জীবন যাপনের ব্যাপারে উদ্বুদ্ধ ও সচেতন করার কাজ করছেন। কিন্তু সুন্দরী নিরিহ হিজড়াদের দিয়ে চাঁদাবাজীর মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। হিজড়াদের সব অপরাধের মূলে এই সুন্দরী হিজড়া।

এ নিয়ে অতীতে বার বার পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলেও কোন কাজ হয়নি বলেও জানান রানা।

সুন্দরী ও তার দলবল চাঁদাবাজী-চুরি এবং দেহ ব্যাবসা চালিয়ে যাচ্ছে। রানা ও তার অনুসারীরা ‘গুরুমা’ সুন্দরীর বিরুদ্ধাচরণ করায় তিনি ক্ষেপে গেছেন বলেও অভিযোগ তার বিপক্ষের হিজড়াদের।তারা শুক্রবার সন্ধ্যায় রানার খোজারখোলার বাসায় গিয়ে তার প্রাণনাশের হুমকি দিয়েছিল বলেও রানা দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন।শনিবার রাতে তার উপর তারা লাঠিসোটা নিয়ে আক্রমন চালায়। তার উরু, হাত এবং ঘাড়ে লাঠির আঘাতের চিহ্ন দেখা যায়।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রানা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি মামলাদায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও উল্লেখ করেন।


সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন