আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে স্কুলের ফ্লোর ধ্বসে প্রধান শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৭ ১৬:২৩:২৩

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ফ্লোর ধ্বসে প্রধান শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রধান শিক্ষক আবু তাহেরসহ আহত অন্যান্য ছাত্র-ছাত্রীদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ জানান, প্রায় ৬ বছর আগে লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ভবনের বারান্দার নীচের মাটি সরে যায়। ফলে এ অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটেছে।

আহত প্রধান শিক্ষক আবু তাহের জানান, আমরা প্রতিদিনের মত আজও স্কুলের কার্যক্রম শুরু করি। একটি ক্লাস শেষে বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বারান্দায় আসলে হঠাৎ করে বারান্দার পাকা অংশ ধ্বসে পড়ে যায়। এ সময় আমিসহ ২০ জন শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৭ ডিসেম্বর ২০১৮/কেএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন