Sylhet View 24 PRINT

নৌকার প্রার্থী ড.মোমেনকে আল ইসলাহর সমর্থন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৭ ১৮:০৭:০০

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর নেতৃবৃন্দের সাথে সিলেট-১ আসনের মহাজোট সমর্থিত প্রার্র্থী ড. এ কে আব্দুল মোমেন’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় সিলেট-১ আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী  আব্দুল মোমেনকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

আজ সকালে আল ইসলাহর সিলেট সোবহানীঘাটস্থ বিভাগীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মনোয়ার আলীর পরিচালনায় এতে ড. মোমেনের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য শাহনুর আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মতিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ লিমন।

মহাজোট প্রার্থী ড.একে আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে তার ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করেছে। আওয়ামী লীগের বিপক্ষে কত অপপ্রচার করা হয়েছে, কিন্তু এই সরকারই দ্বীন ও ইসলামের খেদমত সবচেয়ে বেশী করেছে। রাষ্টনায়ক শেখ হাসিনা সরকার আলেম উলামাদের সম্মান করেন। শেখ হাসিনার নেতৃত্বেই বিগত ১০ বছরে এদেশে ইসলামি আদর্শ বাস্তবায়ন, ইসলামী শিক্ষা বিস্তার ও নীতিমালা প্রণয়ন সম্ভব হয়েছে। আগামীতেও ইসলামের জন্য বর্তমান সরকারের এমন কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আল ইসলার সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, দেশের মানুষের কল্যানে, দ্বীন ও ইসলামের খেদমত যারা কাজ করবেন আমরা তাদের পক্ষে অতীতে যেমন ছিলাম ভবিষৎতেও থাকবো।

মতবিনিময় সভায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাও. মঈনুল ইসলাম পারভেজ, মাও. আবু সালেহ, মাও. আবু জাফর মোঃ নোমান, মাও. শাহজাহান, মাও. আজির উদ্দিন পাশা, মাও. আতাউর রহমান, মাও. আলমগীর হুসেন, মাও. শরীফ উদ্দিন, মাও. আখতার হুসেন জাহেদ, মাও. দুলাল আহমদ, মাও. আহমদ আল জামিল, মাও. আজিজ আহমদ, মাও. মাহবুব রহমান ফরহাদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ ডিসেম্বর ২০১৮/শাদিআচৌ/এমকে-এম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.