Sylhet View 24 PRINT

ছাতকে নাশকতার মামলায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৭ ১৮:৪৩:৪৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: ছাতকে নাশকতার মামলায় যুদ্ধাপরাধে অভিযুক্ত সংগঠন জামায়াত ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ছাতক শহরের রহমতবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উপজেলা জামায়াতের নায়েবে আমির আকবর আলী উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের শেওতরপাড়া গ্রামের মদরিছ আলীর ছেলে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর আহমদকে সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের আশরাফুল হকের পুত্র।

দুপুরে রহমতবাগ এলাকায় বিএনপির একটি নির্বাচনী সভা থেকে ফেরার পথে ছাতক থানার ওসির নেতৃত্বে তাদের গ্রেপ্তার করে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ ডিসেম্বর ২০১৮/এমএ/এমকে-এম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.